এক মাসেরও বেশি সময় ধরে চলা পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসর শেষ হলো শনিবার রাতে। এবারের আয়োজনটি অতীতের চেয়ে সবচেয়ে আকর্ষণীয় ছিল। দর্শকঠাসা গ্যালারি, চার-ছক্কার ফুলঝুরি, রেকর্ড, রানবন্যা, হ্যাটট্রিক কিংবা থ্রিলার- কি ছিল না এই আসরে! রোমাঞ্চকর আসরের সমাপ্তিটাও হলো শেষ বলের নাটকে!
নাটকীয় ফাইনালে এক রানে জিতেছে লাহোর কালান্দার্স। এ নিয়ে পরপর দুই আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে মুলতান সুলতান্সের হৃদয় ভেঙেছে তারা। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত কুড়ি ওভারে ছয় উইকেটে কাঁটায় কাঁটায় দুশো রান করে লাহোর। জবাবে আট উইকেটে ১৯৯ রান তুলতে সক্ষম হয় মুলতান। মুলতানের জন্য সান্ত্বনা, বেশ কয়েকটি ব্যক্তিগত পুরস্কার পেয়েছেন তাদের ক্রিকেটাররা।
পিএসএলে এটা লাহোরের দ্বিতীয় শিরোপা। দুবারই তারা চ্যাম্পিয়ন হলো ব্যাক টু ব্যাক। ইসলামাবাদ ইউনাইটেডও সর্বোচ্চ দুটি শিরোপা জিতেছিল। অন্যদিকে টানা তিন আসরের ফাইনাল খেলা মুলতানকে দ্বিতীয় শিরোপার জন্য অন্তত আরও এক মৌসুম অপেক্ষা করতে হয়েছিল। গতকাল প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল তাদের।
কিন্তু প্লে-অফে বড় ব্যবধানে জিতলেও ফাইনালে ফের হারতে হলো লাহোরের কাছে। টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়নশিপ ট্রফিও ছাড়াও বেশ কিছু পুরস্কার দেওয়া হয়েছে। যেখানে ম্যাচ সেরা, টুর্নামেন্ট সেরার ট্রফি তো ছিলই, আরও নতুন কিছু ক্যাটাগরি যুক্ত করা হয়েছে। পিএসএল কেনো অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এরকম পুরস্কার দেওয়া হয়নি। একনজরে দেখে নেওয়া যাক কে পেলেন কী পুরস্কার?
পিএসএল ২০২৩ (অষ্টম আসর):
চ্যাম্পিয়ন: লাহোর কালান্দার্স (দ্বিতীয় শিরোপা)।
রানার্সআপ: মুলতান সুলতান্স।
ফাইনাল সেরা: শাহিন শাহ আফ্রিদি (লাহোর কালান্দার্স)
টুর্নামেন্ট সেরা: ইহসানউল্লাহ (মুলতান সুলতান্স)
সেরা ব্যাটার: মোহাম্মদ রিজওয়ান (মুলতান সুলতান্স)।
সেরা বোলার: ইহসানউল্লাহ (মুলতান সুলতান্স)।
সেরা অলরাউন্ডার: ইমাদ ওয়াসিম (করাচি কিংস)।
সেরা ফিল্ডার: কাইরেন পোলার্ড (মুলতান সুলতান্স)।
সেরা উইকেটরক্ষক: মোহাম্মদ রিজওয়ান (মুলতান সুলতান্স)।
স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড: পেশোয়ার জালমি।
উদীয়মান সেরা: আব্বাস আফ্রিদি (মুলতান সুলতান্স)।
সেরা আম্পায়ার: অ্যালেক্স হোয়ার্ফ (ইংল্যান্ড)।