ajkertarunkantho
রবিবার , ১৯ মার্চ ২০২৩ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি সমাচার
  6. খেলাধুলা
  7. জনদুর্ভোগ
  8. জাতীয়
  9. ধর্ম ও সংস্কৃতি
  10. প্রবাস সমাচার
  11. বাণিজ্য
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. রাজনীতি

মানিকগঞ্জের সিংগাইরে ব্যবসায়ীকে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

প্রতিবেদক
নিউজ রুম
মার্চ ১৯, ২০২৩ ১১:৩০ পূর্বাহ্ণ
একজনের যাবজ্জীবন

মানিকগঞ্জের সিংগাইরে জমি ব্যবসা সংক্রান্ত বিরোধে খন্দকার সাইফুল ইসলাম কমল হত্যা মামলায় একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার দুপুরে আসামীদের উপস্থিতিতে এ রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন। সাজাপ্রাপ্তের নাম শিমুল। তিনি ঢাকার ধামরাই উপজেলার ইশাননগর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মথুরনাথ সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার নথির বরাতে তিনি জানান, খন্দকার সাইফুল ইসলাম কমল পার্শ্ববর্তী তালেবপুর গ্রামের ফয়েজ আহম্মেদের সঙ্গে জমির ব্যবসা করতেন। সেই সুবাধে ফয়েজের ভাগিনা শিমুল তার মামার সঙ্গে জমির ব্যবসা করায় কমলের সঙ্গেও ঘনিষ্ট হয়ে যায়। ২০১৪ সালের ১৬ এপ্রিল দুপুর ২ টার দিকে কমলের বাড়ি আসেন শিমুল। পরে তারা দুজন মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। বিকাল ৫টা পর ফয়েজ ফোন করে জানায় কমল ধামরাই এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। সন্ধ্যা ৭টার দিকে অ্যাম্বুলেন্সে করে কমলের লাশ বাড়িতে আনা হয়। সেদিন রাত ১২টার দিকে কমলের লাশ দাফন করা হয়।

পরের দিন কমলের পরিবার খোঁজ নিয়ে জানতে পারে শিমুল ও তার মোটরসাইকেলটিও সম্পূর্ণ অক্ষত আছে। কোথায় কিভাবে কমল দুর্ঘটনা কবলিত হয় তার সঠিক তথ্য দিতে পারে না শিমুল। এমনকি ধামরাই থানায়ও দুর্ঘটনা সম্পর্কে কোনো অভিযোগ বা সংবাদ পায়নি পুলিশ। বিষয়টি নিয়ে সন্দেহ দেখা দিলে কমলের পরিবার লাশ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের জন্য আবেদন করেন। পাশাপাশি কমলের বাবা খন্দকার মো. রেজাউল ইসলাম সিঙ্গাইর থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে ২৪ এপ্রিল নির্বাহী ম্যাজিস্ট্রেট জিলাল হোসেনের উপস্থিতিতে লাশ কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এ ঘটনায় ২০১৪ সালের ১০ জুলাই আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন সিংগাইর থানার তৎকালীন উপ-পরিদর্শক মো. মিরান হোসেন মৃধা। উক্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিবাদী পক্ষ নারাজি দিলে পরবর্তীতে সিআইডি এই মামলার পুন:তদন্ত করে। ২০১৫ সালের ১ সেপ্টেম্বর সিআইডির তৎকালীন উপ-পরিদর্শক কাজী আবদুল আওয়াল ৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় এ রায় দেন বিচারক। বাকি ৫ জনের বিরুদ্ধে এই মামলায় সংশ্লিষ্টতা না থাকায় তাদের খালাস দেওয়া হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী ছিলেন ফরহাদ খান ও দেলোয়ার হোসেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত
এম এ মতিন

স্বাধীন নির্বাচন কমিশনই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারে: এম এ মতিন

মানিকগঞ্জে-যুবলীগের-আলোচনা

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মানিকগঞ্জে যুবলীগের আলোচনা সভা

মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত

মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করবে নোবিপ্রবির বঙ্গমাতা হল

শিবপুরে বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা

আন্তর্জাতিক নার্স দিবস

বাঘায় আন্তর্জাতিক নার্স দিবস পালন

অবৈধ গবাদি পশুর ঔষধ

লালমনিরহাটে অবৈধ গবাদি পশুর ঔষধ কারখানা সিলগালা, দু’জনের নামে মামলা

স্পিরিটসহ হোমিপ্যাথিক চিকিৎসক আটক

হাতিয়াতে স্পিরিটসহ হোমিপ্যাথিক চিকিৎসক আটক

ভুমিহীন মুক্ত ঘোষণা

হরিপুর উপজেলাকে শতভাগ গৃহহীন ও ভুমিহীন মুক্ত ঘোষণা

মোবাইল জুয়ার আশক্তি

ভোলার সবত্রই ছড়িয়ে পড়েছে মোবাইল জুয়ার আশক্তি; পিছিয়ে নেই শিশুরাও

ভূল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু

চাঁদপুর হাজীগঞ্জে ভূল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু