মো. রইছ উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া:
উক্ত বিতরণ অনুষ্ঠান পরিচালনায় দায়িত্ব পালন করেন মো. আনিছুর রহমান পাইকপাড়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মাছিহাতা ইউনিয়ন চাপুইর সূর্যমুখী একাডেমির ১০বছর পূর্তি উপলক্ষে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো. হানিফ ভূইয়া সভাপতি ৭ওযার্ড আওয়ামী লীগ চাপুইর মাছিহাতা, সহ-সভাপতিত্ব করেন বর্তমান মেম্বার জনাব দেলোয়ার হোসাইন চাপুইর ৭নং ওয়ার্ড সহ-সভাপতি সাবেক মেম্বার জনাব আব্দুল কুদ্দুস মিয়া চাপুইর
উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অভিভাবক হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোশাররফ হোসেন পাইকপাড়া, আব্দুল ওয়াদুধ মিয়া পাইকপাড়া, ফরিদ ভুঁইয়া পাইকপাড়া মো. জহিরুল ইসলাম আকবড়ি চাপুইর মো:বাদল মিয়া চাপুইর, মো:জীবন মিয়া চাপুইর সহ সূর্যমুখী একাডেমির সকল সদস্য অভিভাবক বৃন্দ।
অভিভাবক সমাবেশে কোরআন তেলোয়াত করেন আল মাহিন মিয়া, গজল গেয়েছেন তৃতীয় ক্লাসের ছাত্র আতিক আহমেদ সাংস্কৃতিক নিত্য পরিবেশন করেন চাপুইর সূর্যমুখী একাডেমির চতুর্থ ক্লাসের ছাত্রী তাইবা আক্তার কবিতা আবৃত্তি জেলা- উপজেলা পর্যায়ে শোনাম অর্জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে পূরুস্কার বিতরণ সহ বিভিন্ন খেলাধুলা মধ্যে দিয়ে সমাপ্তি হলো অভিভাবক সমাবেশ।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সূর্যমুখী একাডেমির শিক্ষক- শিক্ষিকাদের সম্মাননা ক্রেস্ট উৎসাহিত করছেন প্রতিষ্টানের কর্তৃপক্ষ, উপস্থিত আমন্ত্রিত মেহমান অভিভাবক শিক্ষিকারদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অবশেষে অভিভাবক বৃদ্ধদের মাঝে আনন্দ উৎসবের আমেজ সমমান করতে অভিভাবক সম্মাননা ক্রেস্ট লটারির ১০জন ভাগ্যবান ব্যাক্তিদের মাঝে ৩জন ভিআইপি ক্রেস্ট লটারি দেওয়া হয় অনুষ্ঠানে এসে সবাই খুশি।
সার্বিক ব্যবস্থা ও সহযোগিতায় মো. মোশারফ হোসেন চাপুইর জনাব সেলিম মিয়া পাইকপাড়া তারা পরিচালক সূর্যমুখী একাডেমি কর্তৃপক্ষ।