উপজেলার ধল্লা ইউনিয়নের গান্ধারদিয়া থেকে ৬ জুয়াড়িকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করেছে সিংগাইর থানা পুলিশ। সিংগাইর থানাধীন ধল্লা ইউনিয়নের ধল্লা গান্ধারদিয়া মেহগনির কাঠ বাগানের মধ্যে জুয়ার আসর চলছিল।
শুক্রবার বিকাল ৫ টার দিকে সংবাদ পেয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম এর তত্ত্বাবধানে ইন্সপেক্টর (তদন্ত) মানবেন্দ্র বালো এর নেতৃত্বে এসআই/ মো. রকিবুল ইসলাম, এসআই/ শেখ তারিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৬ জুয়ারড়িকে আটক করে।
এ সময় জুয়াড়িদের নিকট থেকে তেইশ হাজার দুইশত টাকা ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার করে।
জুয়াড়িরা হলো ১। আ. করিম(৪৫), পিতা-মৃত শরীয়ত উল্লাহ, সাং-দক্ষিন ধল্লা, ২। মো. জাবেদ (৩৫), পিতা-মৃত আয়নাল শিকাদার, সাং-ফোর্ডনগর (বিআরসি স্কুল), ৩। মো. মানিক(৪০), পিতা- মৃত গফুর মাস্টার, সাং-ধল্লা গান্ধারদিয়া, ৪। মিস্টার মিয়া (৩৪), পিতা- মৃত তফিল উদ্দিন মিয়া, সাং-ধল্লা লক্ষীপুর, ৫। মো. আবু জর বিপ্লব (৩৪), পিতা-মৃত ইসহাক আলী, সাং-দক্ষিন ধল্লা, ৬। সাইফুল মিয়া (৩৫), পিতা-মাজেদ মিয়া, সাং-মধ্য ধল্লা, সর্ব থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জ।
সিংগাইর থানায় অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এদের কোন প্রকার ছাড় দেয়া হবে না।