মানিকগঞ্জ সদর উপজেলায় আব্দুল্লা আল মামুন (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলাধীন মূলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশর একটি খাদ থেকে মরদেহ উদ্ধার করে।
নিহত মানুন মাগুড়া জেলার বরইখালী গ্রামের মোতালেব হোসেনের ছেলে। পেশায় একজন রিক্সা চালক। তিনি কাজের সুবাদে মানিকগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের নারাঙ্গাই এলাকার কাজু মিয়ার বড়িতে ভাড়া থাকতেন। মাসখানেক আগে মামুন ফিরোজা নামের এক নারীকে বিয়ে করে বাসা ভাড়া নিয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানাগেছে, গতকাল বুধবার দিবাগত রাত ১০ টার দিকে নিহত মামুনের স্ত্রী ফিরোজা বেগম ডাকাডাকি করে জানায় তার স্বামীর পেটে ব্যথা করছে, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। পরে বাড়ীর মালিক কাজু মিয়া তার রিক্সায় মামুন ও তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে নামিয়ে দিয়ে আসেন।
এব্যাপারে কাজু মিয়া বলেন, রাতে অসুস্থ মামুন ও তার স্ত্রী ফিরোজা বেগমকে হাসপাতালে নামিয়ে দিয়ে বাড়িতে চলে আসি। আজ সকালে মূলজান এলাকায় একজনের মৃতদেহ পড়ে আছে বলে জানতে পারি। পরে গিয়ে দেখি মামুনের মরদেহ পড়ে রয়েছে। এই দিকে গতকাল রাতের পর থেকে তার স্ত্রী ফিরোজা বেগমের খোঁজ পাওয়া যাচ্ছে না।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রউফ সরকার বলেন, মামুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ব্যাপারে তদন্ত চলছে। আগেই কিছু বলা যাচ্ছে না বলে জানান।