সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান শওকত হোসেন বাদলের নিজস্ব তহবিল থেকে আট শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) দুপুরের দিকে চান্দহর ইউপি পরিষদ চত্বরে ‘দুই প্যাকেট সেমাই, এক কেজি চিনি, এক কেজি পোলাও চাউল ও তেল’ বিতরণ করা হয়।
সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ-এর উপস্তিতিতে ইউপিতে চেয়ারম্যান শওকত হোসেন বাদল নিজ তহবিল থেকে ঈদ উপহার সামগ্রী বিতরন করেন। এতে করে চেয়ারম্যানের এমন উদ্যোগকে সর্বমহলের মানুষ সাধুবাদ জানিয়েছেন।
শওকত হোসেন বাদল বলেন, ইউপি জনগণ সবকিছু উপেক্ষা করে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। হয় তো তাদের এই প্রতিদান কোনভাবেই দেওয়া সম্ভব হবে না। তবে আমার জীবনের এই সময়টা জনগণের জন্য উৎসর্গ করে দিতে চায়। প্রতিটি সময় জনগণকে নিয়েই চিন্তা ভাবনা আমার। কারন এবয়সে যে সম্মান জনগণ ও মহান আল্লাহর ইচ্ছায় পেয়েছি সে সম্মান যেন রক্ষা করতে পারি সেটাই আমার চিন্তা চেতনা। এজন্য তিনি ইউপির আপামর জনতার কাছে সার্বিক সহযোগীতা কামনা করেন।
এসব বিতরণকালে সিংগাইর থানা ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম, সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাইয়ুম, উপজেলা স্যানিটারি ইন্সিপেক্টর আজাদ হোসেন, শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইনামুল হক, এসআই আব্দুস সালাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।