মানিকগঞ্জের সিংগাইর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ২০২৩এর নির্বাচনে মোহাম্মদ আক্রাম হোসাইন সভাপতি ও সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন নির্বাচিত হন।
গতকাল বুধবার সকাল ১০ টায় সিংগাইর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কার্য্যলয়ে ইউএনও দীপন দেবনাথের সার্বিক সহযোগিতায় গ্রহণ ভোট গ্রহণ শুরু হয় এবং বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ শেষ হয়।
এতে উপজেলার ২৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৯৪ জন শিক্ষক ভোটারা সুষ্ঠু ভাবে ভোট প্রদান করেন। ভোট গ্রহণ কালে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা নার্গিস আক্তার।
সভাপতি পদে মোহাম্মদ আক্রাম হোসাইন ১৬০ ভোটে নির্বাচিত হয় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাবু রাধেশ্যাম সাহা ১১৯ ভোট পেয়ে পরাজিত হন। এদিকে আবুল হোসেন ১৭৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহজাহান দুলাল ১০৯ ভোট পেয়ে পরাজিত হন।