মো. আল মাহমুদ, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে একযোগে মাধ্যমিক স্তরের পাবলিক পরীক্ষায় প্রথম দিন শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে। এবারে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় ২ হাজার ৮শ ৯ জন।
উপজেলায় মোট ৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়ামতপুর উপজেলায় এসএসসিতে ৪টি কেন্দ্রে মোট ২ হাজার ১ শ ৯৫ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। কেন্দ্র- A নিয়ামতপুর সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪শ ৯৯ জন, কেন্দ্র- B নিয়ামতপুর উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে মোট পরীার্থী ৪শ ৬৩জন, কেন্দ্র- C বামইন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে মোট- পরীক্ষার্থী ৪শ ৫৩ জন, কেন্দ্র – D গাংগোর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৭শ ৮০জন। দাখিল পরীক্ষার্থী কেন্দ্র ১টি নিয়ামতপুর আলিম মাদ্রাসায় মোট পরীক্ষার্থী ৫শ ১৫ জন। এছাড়া ভোকেশনাল শাখায় মোট পরীক্ষার্থী ৯৯ জন। প্রথম দিন বাংলা ১ম পত্র বিষয়ে মোট অনুপস্থিত ৪ কেন্দ্রে ২৩জন, দাখিল ৩৬ জন এবং কারিগরি শাখায় ৯ অনুপস্থিত রয়েছে।
উপজেলার প্রত্যেক কেন্দ্র ঘুরে এবং প্রত্যেক কেন্দ্র সচিব কেন্দ্র- A জাহাঙ্গীর কবির বাদল, কেন্দ্র- B কেন্দ্র সচিব ভীমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা, কেন্দ্র- C আঃ মালেক, কেন্দ্র- D অতুল চন্দ্র পাল, দাখিল- তবিবর রহমান ও ভোকেশনাল- আঃ জলিল বলেন, পরীক্ষায় প্রথম দিন কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ, তদন্ত ওসি ফইমুদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, একাডেমীক সুপারভাইজার জাকির হোসেন পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন।