মো. কামরুল হোসেন সুমন, স্টাফ রিপোর্টার:
ভোলায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। ১৮৮৬ সালের পহেলা মে আমেরিকার সিকাগো শহরের হে নামক স্থানে শ্রমিকদের উপর হামলা হয়েছিল।
তারই ধারাবাহিকতায় সারা বিশ্বে মে দিবসটি পালিত হয় আসছে। এরই অংশ হিসাবে ভোলা জেলা শ্রমিক লীগের আয়োজনে সকালে একটি র্য্যালী শহর প্রদক্ষিণ করে নতুন বাজার শ্রমিকলীগের কার্যালয়ে এসে একটি আলোচনা সভা করে।
শ্রমিক লীগ সভাপতি হারুন অর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাগঠনিকসম্পাদক শফিকুল ইসলাম, ভোলা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, ভোলা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও রেড ক্রিসেন্ট সম্পাদক আজিজুল হক, জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সামছুল ইসলাম, জেলা কৃষক লীগের সম্পাদক মোঃ ফারুক, জেলা সেচ্ছা সেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ আলম, বাংলাদেশ সেচ্ছা সেবক লীগের সহ-সভাপতি মো. হাসান লিটন, জেলা যু্গ্ম সাধারন সম্পাদক আকবর হোসেন প্রমূখ।
অপরদিকে জেলা প্রশাসনের আয়োজনে একটি র্য্যালী করে জেলা প্রশাসক সভা কক্ষে আলোচনা সভা করেছে।