মুরাদ খান, মানিকগঞ্জ:
মানিকগঞ্জ সদর উপজেলার যুবলীগের আহ্বায়ক হতে চান মেহেদী হাসান সম্রাট ঢেলে সাজাতে আহবায়ক প্রার্থী হয়েছেন ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সম্রাট।
জানাগেছে, তৃনমুল পর্যায়ে দলকে সু-সংগঠিত করতে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে জেলা উপজেলা পর্যায়ে দলীয় সম্মেলন করা হচ্ছে। এর ধারাবাহিকতায় মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক সম্মেলনকে সামনে রেখে আহ্বায়ক প্রার্থী হিসেবে ঘোষনা দিয়েছেন ত্যাগী ও সংগ্রামী ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সম্রাট।
আহবায়ক প্রার্থী মেহেদী হাসান সম্রাট বলেন, আমি ছাত্র জীবন থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারন করে ছাত্রলীগের রাজনীতি করেছি। বঙ্গবন্ধুর আর্দশের দায়িত্ব পালন করে যাচ্ছি। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমি মানিকগঞ্জ সদর উপজেলা আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে চাই ।