মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক পদে প্রার্থী হয়েছে মো. ফায়দার হোসেন। ইতিমধ্যে তিনি জেলা যুবলীগের কাছে যুবলীগের আহ্বায়ক পদে জীবন বৃত্তান্ত জমা দিয়েছে।
বৃহস্পতিবার (৪ মে ) দুপুর ১২ টার দিকে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক মাহবুবুর রহমান জনির হাতে জীবন বৃত্তান্ত জমা দেন ফায়দার হোসেন।
উল্যেক্ষ্য এর আগে মো. ফায়দার হোসেন সাটুরিয়া উপজেলা পরিবহন শ্রমিক লীগের সভাপতি হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছে। এছাড়া তিনি শুভযাত্রা মালিক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদকের দায়িত্ব রয়েছে।
বর্তমানে সক্রিয় ভাবে যুবলীগের রাজনীতির সাথে জড়িয়ে কাজ করে যাচ্ছে ফায়দার হোসেন।
সাটুরিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক পদপ্রার্থী ফায়দার হোসেন বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশ অন্তরে ধারন করে দীর্ঘদিন যাবৎ সক্রিয় ভাবে দলের সাথে কাজ করে যাচ্ছি।
এদেশের উন্নয়নের অগ্নি কন্যা জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনিমার্নে সাটুরিয়া উপজেলা যুবলীগকে একটি শক্তিশালী সংগঠন গড়ার প্রত্যয়ে দলের প্রতিটি মিছিলি মিটিং সহ সকল কাজে নিরলসভাবে নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করে যাচ্ছি। সাটুরিয়া মানিকগঞ্জের উন্নয়নের রুপকার স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেকের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপজেলা যুবলীগকে ঢেলে সাজাতে সর্বদা দলের সাথে নিজেকে জড়িত রেখেছি।