মো. কামরুল হোসেন সুমন, স্টাফ রিপোর্টার:
ভোলায় সফিজল ইসলাম (৩৫) নামে যৌতুক নিরোধ আইনে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। গ্রেফতার করার পর আজ মঙ্গলবার (১৬ মে) পুলিশ তাঁকে কোর্ট-হাজতে প্রেরণ করেন।
এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় জেলার চরফ্যাশন থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন তজুমদ্দিন থানা পুলিশ। গ্রেফতার সফিজল ইসলাম তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের নূরুল ইসলামের ছেলে।
তজুমদ্দিন থানার ওসি মুরাদ হোসেন বলেন, আসামী সফিজল ইসলামের স্ত্রী যৌতুক নিরোধ আইনে মামলার পর তাঁর ১ বছর সাজা হয়। এরপর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গতকাল সোমবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে চরফ্যাশন থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সফিজল ইসলামকে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে সোর্পদ করেন।