ajkertarunkantho
শুক্রবার , ২৬ মে ২০২৩ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি সমাচার
  6. খেলাধুলা
  7. জনদুর্ভোগ
  8. জাতীয়
  9. ধর্ম ও সংস্কৃতি
  10. প্রবাস সমাচার
  11. বাণিজ্য
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. রাজনীতি

আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি কোন নির্বাচনে যাবেনা; মির্জা আব্বাস

প্রতিবেদক
নিউজ রুম
মে ২৬, ২০২৩ ৩:০০ অপরাহ্ণ

মানিকগঞ্জ:
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেছেন, শেখ হাসিনা নয় আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না। কেবলমাত্র নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচনে যাবে বিএনপি।
শুক্রবার ২৬ মে বিকেলে মানিকগঞ্জের জয়নগর হাই স্কুল মাঠে জেলা বিএনপি আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলে ন। মির্জা আব্বাস বলেন, ভোটার বিহীন আওয়ামী লীগ সরকারের সময় শেষ! এখন শুধু পালানোর পালা। অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মির্জা আব্বাস দলীয় নেতা কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আরো বলেন, হামলা -মামলা-ঘুম ও সন্ত্রাসী করে বিএনপি’র আন্দোলন সংগ্রাম থামানো যাবে না। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামী যদি কোন অপশক্তি বাধা প্রদান করে তা শক্ত হাতে প্রতিহত করা হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি’র নেতা কর্মীরা জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে। দেশ আজ এক মহাসংকটে।এই সংকট থেকে পরিত্রান পেতে জনগণকে সাথে নিয়ে বিএনপি’র হাজার হাজার নেতাকর্ম রাজপথে রয়েছে। রক্ত দিয়ে হলেও এই সরকারকে পতন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব আজকে শুক্রবার মার্কেট সব বন্ধ গেছে না ইনশাল্লাহ। আজকের সমাবেশে হাজার হাজার নেতাকর্মী ও সাধারন মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জনগণ কতটা ক্ষিপ্ত।
জেলা বিএনপির সভাপতি আফরোজা খান নেতার সভাপতিত্বে ও ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাইজের সঞ্চালনায় গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো। আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির, সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহার, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, যুবদল নেতা জিয়াউদ্দিন আহমেদ কবির, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল খালেক শুভ, জেলা ছাত্রদলের সভাপতি
সিরাজুল ইসলাম সজিব প্রমূখ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ও জেলা বিএনপির সদস্য মাজহারুলল ইসলাম খান পায়েল, বিএনপি’র কেন্দ্রীয় নেতা গাজী হাবিব হাসান রিন্টু, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট জহির আলম নদী, এডভোকেট আজাদ হোসেন খান, এডভোকেট মাকসুদুর রহমান মুকুল, আব্দুল কুদ্দুস খান মাখন, সিকদার মোশারফ হোসেন, শফিকুল ইসলামসহ জেলা, উপজেলা ও পৌর ইউনিটের নেতৃবৃন্দ।
বিশালগণ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মুন্ন গ্রুপের চেয়ারম্যান আফরোজা খান রিতা বলেন, কেন্দ্র ঘোষিত যে কোন কর্মসূচি বাস্তবায়নে জেলা বিএনপি অতীতের ন্যায় প্রস্তুত রয়েছে।
জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য এসএ জিন্না কবির বলেন, সরকার পতন আন্দোলনে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন সমূহ নেতাকর্মীরা আগেও রাজপথ কাঁপিয়েছে ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে।

সর্বশেষ - সারাদেশ