Logo

কোভিড-১৯ গণটিকা কার্যক্রম সারাদেশে দ্বিতীয় ডোজ শুরু

আতিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
প্রকাশ: মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
কোভিড-১৯ গণটিকা কার্যক্রম সারাদেশে দ্বিতীয় ডোজ শুরু

আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকেই দেশব্যাপী একযোগে কোভিড-১৯ গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়। চলেছে বিকাল পর্যন্ত।

সংশ্লিষ্টরা বলছেন, গণটিকা কর্মসূচির প্রথম ধাপের তুলনায় এবার হুড়োহুড়ি অনেকটাই কম। তবে সকালে বিভিন্ন এলাকায় বৃষ্টি হওয়া কেন্দ্রের বাইরে সারিতে দাঁড়ানো টিকা প্রত্যাশীরা কিছুটা ভোগান্তিতে পড়েছেন। এবার শুধু যারা প্রথম ডোজ পেয়েছেন তারাই আসছেন।

মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার জামির্তা ও চান্দুর ইউনিয়নে সকাল থেকে দেখা যায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ গুলোতে করোনা টিকার দ্বিতীয় ডোজ নেয়ার জন্য জনসাধারণের ভিড়।

টিকার প্রথম ডোজ অনুযায়ী প্রতিটি ইউনিয়নে ,শুধু তারাই উপস্থিত ছিলেন দ্বিতীয় ডোজ নেয়ার জন্য ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে, স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, স্বতঃস্ফূর্তভাবে জনগণ টিকা নেয়ার জন্য এসেছেন এবং প্রথম ধাপের মতোই দ্বিতীয় ধাপে মোট ৬০০ জনকে এই টিকা দেয়া হবে।


More News Of This Category
Theme Created By Tarunkantho.Com