Logo

সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া ।

আতিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

নির্বাচনী তফসিল ঘোষণা না হলেও সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া । সম্ভাব্য প্রার্থীরা স্ব-স্ব এলাকায় প্রতিদিন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত সম্ভাব্য প্রার্থী, ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রত্যাশী বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান ফখরুল আলম সমরের পক্ষে,দলীয় নেতাকর্মী ও ভোটারদের সমর্থন আদায়ের লক্ষ্যে, বিগত দিনের উন্নয়নের,কর্মকাণ্ড গুলো, হ্যান্ড লিফলেট তৈরি করে,

সকলের হাতে হাতে পৌঁছে দেয়ার পাশাপাশি চালাচ্ছেন গণসংযোগ।

 

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও চলছে প্রচার-প্রচারণা।

 

আগামী নির্বাচনকে ঘিরে, বর্তমান চেয়ারম্যান ফখরুল আলম সমর এর পক্ষে, কাজ করে যাচ্ছেন স্থানীয় আওয়ামী লীগের দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

২৯ সেপ্টেম্বর বিকেলে নেতা কর্মীরা সাধারন মানুষের কাছে গিয়ে তেঁতুলঝোড়া ইউনিয়নের ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করেন,

 

এসময় উপস্থিত ছিলেন, তেঁতুলঝোড়া ইউনিয়নের ইউপি সদস্য ফিরোজ কাজল, আলমাস মোল্লা, মিন্টু, শাহ আলম,নাজমুল সহ স্বেচ্ছাসেবক লীগের সায়েম মোল্লা, যুবলীগ নেতা মনির, আবির মাসুম সহ প্রায় শতাধিক নেতাকর্মী।


More News Of This Category
Theme Created By Tarunkantho.Com