Logo

নোয়াখালী পৌর মেয়রের সাথে নোবিপ্রবি ছাত্রলীগের সৌজন্য সাক্ষাৎ

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ অক্টোবর, ২০২১
নোয়াখালী পৌর মেয়রের সাথে নোবিপ্রবি ছাত্রলীগের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ আওয়ামীলীগ নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক কমিটির নব-নির্বাচিত যুগ্ম-আহ্বায়ক ও নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্ল্যাহ খান (সোহেল) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

রবিবার (১০ অক্টোবর) নোয়াখালী পৌরসভা কার্যালয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা আখতারুজ্জামান জিসান ও কাজি আশরাফুল হক লিসানের নেতৃত্বে এই সাক্ষাৎ করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। জেলা আওয়ামীলীগের কমিটিতে যুগ্ম-আহ্বায়ক নির্বাচিত হওয়ায় মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি অভিনন্দন ক্রেস্টও প্রদান করেন তারা।

এসময় নোয়াখালী সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী রাজু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য রহমতউল্যাহ ভূঁইয়া উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত যুগ্ম-আহবায়ক পৌর মেয়র শহীদ খান (সোহেল) বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাদের সবসময় শিক্ষার্থীবান্ধব রাজনীতি করার আহ্বান জানান।


More News Of This Category
Theme Created By Tarunkantho.Com