Logo

চাঁদপুর জেলা পুলিশের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচী পালিত

অনলাইন ডেক্স;
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
পুলিশের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচী

এস এম আনিছুর রহমান, চাঁদপুর জেলা প্রতিনিধি: আজ বৃহস্পতিবার চাঁদপুরে পুলিশ লাইন্স “পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি” সমাপনী অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো. মিলন মাহমুদ বিপিএম-বার মহোদয়।

মাননীয় পুলিশ সুপার মহোদয় প্রশিক্ষণে উত্তীর্ণকারী প্রশিক্ষণার্থীগণকে সনদ প্রদানসহ পুলিশ সদস্যদের উদ্দেশ্য জানান, সঠিক প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ বাহিনীর সদস্যেদের মধ্যে অর্পিত দায়িত্বের প্রতি পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধি পাবে। এই ধারাবাহিকতা অর্জনের লক্ষ্যে সারা বছর ব্যাপী পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম চাঁদপুর মহোদয়’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন।


More News Of This Category
Theme Created By Tarunkantho.Com