Logo
নিয়োগ বিজ্ঞপ্তি:
সারাদেশে জেলা, উপজেলা ও বিশেষ প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ ইমেইলে (newstarunkantho@gmail.com) সিভি পাঠাতে পারেন।

রুটের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ইংল্যান্ড

তরুণ কণ্ঠ সংবাদ: / ২ পড়েছেন.
প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের

সিরিজের দ্বিতীয় টেস্টে অধিনায়ক জো রুটের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় পুঁজির পথে রয়েছে ইংল্যান্ড। প্রথম দিনে স্বাগতিক দল ৩ উইকেট হারিয়ে পুঁজি দাঁড় করেছে ২৪৪ রানের। দিন শেষে ১১৯ রানে অপরাজিত রয়েছেন রুট।

ব্রিজটাউনে টসে জিতে ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারে বড় হোঁচট খায় ইংল্যান্ড। জেইডন সিলসের শিকার বনে জশুয়া ডি সিলভার হাতে ধরা দিয়ে রানের খাতা খোলার আগে ফিরতে হয় ওপেনার জ্যাক ক্রলিকে।

বিপর্যয় এড়িয়ে ইংলিশরা লড়াইয়ে ফেরে জো রুটের ব্যাটে। ব্যক্তিগত অর্ধশতক তুলে নেয়ার পথে তাকে সঙ্গ দেন অ্যালেক্স লিস।

১৩৮ বলে ৩০ রানের ইনিংস খেলে ধৈর্যের পরিচয় দিতে থাকা লিস ভিরাসামি পেরমলের এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে মাঠ ছাড়লে ভাঙে তাদের জুটি।
সঙ্গীর বিদায়ে খেই হারাননি রুট। ড্যান লরেন্সকে সঙ্গে নিয়ে ১৯৯ বলে বাগিয়ে নেন টেস্ট ক্যারিয়ারের ২৫তম শতক। কম যাচ্ছিলেন না লরেন্সও। দুর্দান্ত ব্যাটিংয়ে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ব্যক্তিগত চতুর্থ অর্ধশতক।

হাফ সেঞ্চুরি বাগিয়ে লরেন্স ব্যাট চালাতে শুরু করেন সেঞ্চুরির দিকে। ৯১ রানে দিনের শেষ বলে হোল্ডারের শিকার হয়ে সেঞ্চুরির স্বপ্ন অধরা রেখে মাঠ ছাড়তে হয় তাকে। ভাঙে রুট-লরেন্সের ১৬৪ রানের জুটি। আর দিন শেষের ঠিক আগ মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ পায় দুর্দান্ত এক ব্রেক থ্রু।


আরো পড়ুন
Theme Created By Tarunkantho.Com