মানিকগঞ্জের সিংগাইরে হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক মহাসড়কের গ্যাসবাহী পিকআপের সাথে বিপরীত দিক থেকে আসা হেমায়েতপুরগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এঘটনায় ৩ জন গুরুতরসহ ৫ জন আহত হয়েছে।
আজ শনিবার (৭ই মে) বিকাল ৪টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের (বাস্তা-গাজিন্দা মাদ্রাসা সংলগ্ন) গাজিন্দা ৫ তলার সামনে ঘটনাটি ঘটে।
আহতদের মধ্যে তিনজন সংকটাপন্ন বলে জানা গেছে। আহতেদর উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছেন। যানজট এড়াতে পুলিশ তৎপর রয়েছেন।