Logo
নিয়োগ বিজ্ঞপ্তি:
সারাদেশে জেলা, উপজেলা ও বিশেষ প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ ইমেইলে (newstarunkantho@gmail.com) সিভি পাঠাতে পারেন।

মনপুরার রামনেওয়াজ সি-বোট ঘাট টিকিট নিয়ে চলছে নৈরাজ্য  

তরুণ কণ্ঠ সংবাদ: / ৩৭ পড়েছেন.
প্রকাশ : শুক্রবার, ১৩ মে, ২০২২
রামনেওয়াজ সি-বোট ঘাট

স্টাফ রিপোর্টার:

ভোলার মনপুরা উপজেলার উত্তর মাথায় রামনেওয়াজ লঞ্চ ঘাট সেখানে রয়েছে সি বোট ঘাট ঐ খানে ঘাট টিকিট মূল্য ২০ টাকা তুলছে ইজারাদার এমন অভিযোগ উঠে আজ ১৩ মে শুক্রবার।

ভুক্তভোগীরা বলছেন যেখানে ঘাট টিকিট মূল ৫ টাকা নেয়ার কথা সেখানে ইজারাদারা নিছে ২০ টাকা

মনপুরা উপজেলার অনেকেই বলেন এমন নৈরাজ্য মনপুরা তারা কখনোই দেখেনি যা বর্তমানে দেখতে হচ্ছে তাদের এমন নৈরাজ্য দূর করার জন্য মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃশামীম মিঞার প্রতি অনুরোধ করেন সাধারণ ভূক্তভোগীরা

এ বিষয়ে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃশামীম মিঞা বলেন মনপুরা রামনেওয়াজ সি বোট ঘাট টিকিট ২০ টাকা নেয়া হচ্ছে তিনি বলেন এই বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এসেছে এবং চেয়ারম্যান কে এ বিষয় দেখার জন্য বলা হয়েছে নতুবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে


আরো পড়ুন
Theme Created By Tarunkantho.Com