সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি:
৭১বাংলা টেলিভিশন ও অগ্নিশিখা পত্রিকার শাহজাদপুর উপজেলা প্রতিনিধি মো. আমিরুল ইসলামের এক মাত্র সন্তান মো. সাজ্জাদ হোসেন অন্তরের আজ জন্মদিন। সাজ্জাদ হোসেন অন্তর ছয় বছর শেষে সাত বছরে পর্দাপণ করল।
শনিবার (২১ মে) রাত নয় ঘটিকার সময় নিজ বাস ভবনে দাদা দাদী বাবা মা ও পাড়াপতি বেশিদেরকে নিয়ে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয়।
আল্লাহর আশীর্বাদে তোমার প্রতিটি দিন কাটুক নতুন নতুন সুখের আতিশয্যে! আর তোমার চারি পাশে ছড়িয়ে থাকুক খুশির নানান আভাস।
শুভ জন্মদিন।