Logo
অভিনন্দন বার্তা
আজকের তরুণকণ্ঠ'র দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সকল কলাকুশলী, লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
‘মিনির মায়া’ মো. হেদায়েতুল ইসলাম

তরুণকণ্ঠ :
প্রকাশ : রবিবার, ২৯ মে, ২০২২
মিনির মায়া

‘মিনির মায়া’

মো. হেদায়েতুল ইসলাম

মিনি আমার বড্ড পোষা বিড়াল ছানা,
দুধ-ভাত দিলে খুশি সে এটা আমার জানা।
মিউমিউ সে কান্না করে একটু খিদে পেলে,
মিউ মিউ তার বন্ধ জানি একটু খাবার দিলে।
আদর পেলে মিনি আমার অনেক খুশি হয়,
দেখলে ইঁদুর শিকার করে মিনি করে নাতো ভয়।
মিনি আমার বড্ড পোষা ডাকে দেয় সাড়া ,
খাবার দিব দেখলে মিনি হয় আত্মহারা।
আদর দিয়ে মিনিকে ঘুম পাড়ালে পরে,
শান্তির ঘুম দেয় যে মিনি নাহি নড়েচড়ে।
তিড়িং বিড়িং লেজ নাড়িয়ে আদর আবদার সে করে,
আদর ভালোবাসা নিয়ে মিনি তারপরে সে সরে।
আমার দুঃখে কাঁদে মিনি হাসে আমার সুখে,
তাইতো মিনিকে ভালোবাসা দেই নিয়ে আমার বুকে।
মিনি মায়া ভরা দুচোখ দিয়ে আমার সাথে কথা কয়,
জানি জীবন থাকতে মিনি সে যে আমায় ভোলার নয়।


আরো পড়ুন
Theme Created By Tarunkantho.Com