Logo
বন্যায় এই পর্যন্ত দেশে ৪২ জন মারা গেছেন মৃতের সংখ্যা বাড়ার শঙ্কা; স্বাস্থ্য অধিদপ্তর

তরুণকণ্ঠ :
প্রকাশ : বুধবার, ২২ জুন, ২০২২

আ. আলীম-স্টাফ রিপোর্টার:

সিলেট সহ সারা বন্যার কারনে এই পর্যন্ত ৪২ জনের প্রান হানী হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে চলতি বন্যায় বিভিন্ন রোগে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে এরই মধ্যে ডায়রিয়া, সাপে কাটা, পানিতে ডুবা ও আঘাতজনিত কারণসহ নানা রোগে ৪২ জনের মৃত্যু হয়েছে। গতকাল পর্যন্ত এ সংখ্যা ছিল ৩৬। এ সংখ্যা আরো বাড়তে পারে কারন, এখনো অনেক রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এদের কারো কারো অবস্থার অবনতি ও দেখা গেছে।

আজ বুধবার বিকেলে সারাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, বন্যায় পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যাও বেড়েছে। এবং সেই সাথে পানি কমার সাথে সাথে আরো বিভিন্ন
রকম রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রকট।

গতকাল পর্যন্ত বন্যায় বিভিন্ন রোগে ২ হাজার ৯৩৪ জন আক্রান্ত থাকলেও আজ বুধবার অধিদপ্তর জানিয়েছে, আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ হাজার ৪০৩ জনে দাঁড়িয়েছে। আগামী ৩/৪ দিনে এ সংখ্যা আরোবাড়ার আশঙ্কা রয়েছে।


আরো পড়ুন
Theme Created By Tarunkantho.Com