মো. বিপুল ইসলাম, স্টাফ রিপোর্টার (রংপুর):
লালমনিরহাট জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ পুলিশ জাদুঘর এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে জেলার হাতীবান্ধা থানা চত্ত্বরে।
বুধবার (২২জুন) বাংলাদেশ পুলিশ জাদুঘর এর শুভ উদ্বোধন করেন, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ডক্টর বেনজির আহমেদ বিপিএম (বার)।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে লালমনিরহাট পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুঁইয়া, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, সহ রংপুর বিভাগের পুলিশের উচ্চ পদমর্যাদার অফিসারগণ ও লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ,রংপুর জেলার সকল পুলিশ সুপার ও পুলিশ বিভাগের কর্মকর্তাবৃন্দ ।