Logo
অভিনন্দন বার্তা
আজকের তরুণকণ্ঠ'র দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সকল কলাকুশলী, লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
কবিতা: ’মনোযোগ’ মো. হেদায়েতুল ইসলাম

তরুণকণ্ঠ :
প্রকাশ : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
মনোযোগ মোঃ হেদায়েতুল ইসলাম

মনোযোগ
মো. হেদায়েতুল ইসলাম

মনোযোগ জীবনের প্রতিটি পদক্ষেপে থাকা চাই,
মনোযোগ ছাড়া কোন কাজের সঠিক মূল্য নাই।
মনোযোগহ হীন কথা বললে কথা ভুল হতে পারে,
ভুল কথা বলার জন্য অনেকে অপমান করে ছাড়ে।
মনোযোগ হীন লেখাপড়া করলে তা তো হবে না,
মনোযোগ হীন পরীক্ষা দিলে ভালো ফল কভু পাবে না।
মনোযোগহ হীন যানবাহন চালালে দুর্ঘটনা হতে পারে,
মনোযোগহ হীন রাস্তায় চললে যেতে পারো তুমি মরে।
রোগ ও শোকে মনোযোগ হীন হলে তোমাকে ভুগতে হবে,
অর্থের প্রতি মনোযোগ হীন হলে এ ভবে অনেক বিপদ তোমার রবে।
পরিবার ও দেশের প্রতি মনোযোগ হীন হলে কোথাও দাম পাবে না,
সৎ সত্যের পথে মনোযোগ হীন হলে কভু দুর্নাম ঘুচবে না।
নিজের মঙ্গলে মনোযোগ দিয়ে ভালো কাজ করা চাই,
মানবিক সব কর্মকাণ্ডে মনোযোগসহ যেন তোমাকে পাই।
মনোযোগ দাও সময়ের প্রতি চলে যাওয়া সময় তো ফিরে আসে না,
মনোযোগ দাও আচরণের প্রতি বিনয়ী হও অসদাচরণ করো না।
মনোযোগ দিয়ে প্রতিটি মুহূর্ত লাগাও ভালো কাজে,
মনোযোগ দিয়ে কাজ করে যাও মানুষের তরে সকাল সাঝে।
মনোযোগ দিয়ে ভালো বই পড়ো ভালো শিক্ষা ছড়িয়ে দাও,
মনোযোগ দিয়ে ভালো কথা বলো ও ভালো কর্ম আমৃত্যু করে যাও।


আরো পড়ুন
Theme Created By Tarunkantho.Com