নোবিপ্রবি প্রতিনিধি :
বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেক এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বঙ্গবন্ধু পরিষদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা।
বৃহস্পতিবার(৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু পরিষদের নোবিপ্রবি শাখার সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন স্বাক্ষরিত এক শোকবার্তায় এই শোক প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ।
শোকবার্তায় নোবিপ্রবি শাখার নেতৃবৃন্দ বলেন, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট কলামিস্ট, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত রাজনৈতিক উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সকলের শ্রদ্ধাভাজন ডা. এস এ মালেক গত ৬ ডিসেম্বর রাত ১১ টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে বঙ্গবন্ধু পরিষদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গভীর শোক প্রকাশ করছে। ফরিদপুর-১ আসনের সাবেক এই সফল সাংসদ স্বাধীন বাংলার রূপকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে ভাষা আন্দোলন এবং ৬-দফাসহ স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় সকল আন্দোলন সংগ্রামে ছিলেন এক অকুতোভয় বীর। তিনি ছিলেন একজন সৎ, দক্ষ, মেধাবী ও চৌকস সংগঠক, যিনি বাংলার জঘন্যতম ইতিহাস ১৫ আগস্টের প্রতিবাদী কণ্ঠস্বর এবং ১৯৭৫ এর আগস্ট পরবর্তী কার্যকর আন্দোলন গড়ে তোলার এক মূর্ত প্রতীক। তাঁর এই প্রস্থান বাংলাদেশের জন্য পূরণ যোগ্য নয়। আমরা মহান সৃষ্টিকর্তার কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি।