মো. কামরুল হোসেন সুমন,স্টাফ রিপোর্টার:
“দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এ স্লোগানে জেলা প্রশাসন ভোলা ও দুর্নীতি দমন কমিশনের আয়োজনে পতাকা উত্তোলন, বেলুন- ফেস্টুন উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৯ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্জালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক রাজ-কুমার সাহা। এছাড়াও বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হোসনে আর বেগম চিনু, সাধারণ সম্পাদক মোবাশ্বের উল্লাহ চৌধুরী, ভোলা আব্দুর রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিসেস শাফিয়া খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আলহাজ্ব মোঃ ফয়সেল, নাসির লিটন, মেহেদী হাসান, মো. হোসেন, মনিরুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রোভার, স্কাুউট, বিএনসিসি সহ সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।