নিজস্ব প্রতিবেদক:
জাতীয় প্রেসক্লাব নির্বাচনে ফরিদা ইয়াসমিন সভাপতি শ্যামল দত্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রিয় নিবার্হী কমিটি পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
সংগঠনের সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ, কার্যকরী সভাপতি সাইদুর রহমান বাবুল, সহসভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের খান, শোশারফ হোসেন নিলু, যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন বাচ্চু, সহ সম্পাদক খোরশেদ আলম, সহ সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল্লাহ,প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক আবুল হাসান বেলাল, নিবার্হী সদস্য দেলোয়ার হোসেন রাজু, হাফেজ আহমেদ সেলিম সহ নেতৃবৃন্দ প্রেসক্লাব নবনির্বাচিত নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে সাংবাদিকদের মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে সকল সংগঠনের সাথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
নবনির্বাচিত কমিটি সাংবাদিকদের মর্যাদা রক্ষার্থে গুরুত্বপুর্ন ভুমিকা রাখবে বলে বিএমএসএফের নেতৃবৃন্দ আশাবাদী।