রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম জন্মদিন বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকালে উপজেলা ছাত্রলীগের আয়োজনে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আনন্দ র্যালী ও কেক কাটা হয়েছে।
সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ হলরুমে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুমন রায়ের সঞ্চালনায় আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবু নুর মোহাম্মদ আক্তারুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সহ-সভাপতি এটিএম সাজেদুর রহমান চাঁদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম খন্দকার বিপ্লব,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জাহানুর আলম সোহেল, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, চাকির পশার ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম।
এসময়ে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল আলীম ব্যাপারী, সাবেক ছাত্রলীগের আহবায়ক গোলাম সরওয়ার বাবলু, শুভ্র রায়, রিফাত খান, রিয়াজুল ইসলাম প্রমুখ।