মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা আ.লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপি-জামাতের সন্ত্রাসী তাণ্ডব নীলা, জঙ্গিবাদ, অগ্নিসংযোগ, নৈরাজ্যর রাজনীতি ও দেশবিরোধী সন্ত্রাসের প্রতিবাদে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জানুয়ারি) দুপুর ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আ.লীগের এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা আ.লীগের সভাপতি এ্যাড এ. কে. এম আজিজুর হকের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন, মানিকগঞ্জ-১ আসনের সদস্য এ. এম. নাঈমুর রহমান দুর্জয়।
উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক মো.আব্দুল কদ্দুসের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড গোলা মহীউদ্দিন, আ.লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল ইসলাম রাজা।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সাবেক উপদেষ্টা সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড আবুল কাসেম, জেলা সেচ্ছাবেক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, উপজেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সদর চকমিরপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. মহিদুর রহমান মুক্তা, সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক এ.বি.খান বাবু, উপজেলা যুবলীগের আহবায়ক হুমায়ুন কবির, যুগ্ম আহবায়ক আনিসুর রহমান টিটু, উপজেলা ছাত্র লীগের সভাপতি মো. নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক এস. এম আতোয়ার রহমান প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য দুর্জয় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ আজ বহির্বিশ্বে উন্নয়নের রুল মডেল। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান।