মানিকগঞ্জে ১১২ (একশত বারো) লিটার চোলাই মদ, যাহার মূল্য অনুমান=১,১২,০০০/-(এক লক্ষ বার হাজার) টাকা উদ্ধারসহ দুই মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (২৩ জানুয়ারি) ডিবি ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন এর তত্ত্বাবধানে ডিবি মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করিয়া মানিকগঞ্জের সাটুরিয়া থানাধীর বাহ্রা সাকিনস্থ হারান চন্দ্র দাস এর বসত ঘর থেকে আসামী ১। হারান চন্দ্র দাস (৬৪), পিতা-মৃত হেমন্ত চন্দ্র দাস, মাতা-কাজলী দাস, ২। সজীব মনিদাস (৩০), পিতা-মৃত জতিন্দ্র মনি দাস, মাতা-রংমালা মনি দাস, উভয় সাং-বাহ্রা, থানা-সাটুরিয়া দয় রবিবার (২২ জানুয়ারি) রাত ৮ ঘটিকায় ১১২(একশত বারো) লিটার চোলাই মদসহ আটক করেন।
এতদ্ সংক্রান্তে সাটুরিয়া থানায় ০১টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।