তৌকির আহাম্মেদ হাসু, স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ীতে আওনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার বিকেলে জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বাজার সংলগ্ন মাঠে আওনা ইউনিয়ন বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।
বিশাল জনসভায় আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান সরিষাবাড়ী ১৪১ আসনের ধানের শীষের বার বার একক মনোনীত প্রার্থী জননেতা মো. ফরিদুল কবীর তালুকদার শামীম।
জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মো. ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, সাড়ে ১৬ বছর শোষণ করে দেশটা অর্থ শূন্য করে দিয়েছে আ.লীগ সরকার।হাজার হাজার কোটি টাকা লুট করে দেশ থেকে পালিয়েছেন স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। এখন আর দেশ থেকে নেওয়ার মত কিছুই নেই। দেশের জন্য দিতে হবে।তাহলেই দেশে এবং দেশের মানুষ উন্নত হবে।আসুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে কিছু দেওয়ার আহব্বান জানান তিনি।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র একেএম ফয়জুল কবীর তালুকদার শাহীন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উদ্দিন আহাম্মদ, আওনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ।
জনসভায় জেলা, উপজেলা এবং ইউনিয়নের বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজার হাজার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের বিপুল উপস্থিতি দেখা যায়।সভাটি সঞ্চালনা করেন আওনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জরুল মোর্শেদ শিমুল।