আজ সেই ভয়াল ২২ নভেম্বর মানিকগঞ্জের ঘিওরের তেরশ্রী গণহত্যা দিবস। হানাদার ও তাদের দোসরা ১৯৭১ সালের এ দিনে হত্যাযজ্ঞ চালায় ঘিওর উপজেলার তেরশ্রী গ্রামে।
তৎকালীন জমিদার সিদ্ধেশরী প্রসাদ রায় চৌধুরীসহ ৪৩ জন গ্রামবাসীকে গুলি করে এবং বেওনেটের আঘাতে নির্মমভাবে হত্যা করা হয়। তৎকালে বাম রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল তেরশ্রী গ্রাম। মুক্তিযোদ্ধদের আনাগোনা ছিল জেলার মধ্যে সবচেয়ে বেশি।
সিদ্ধেশরী প্রসাদ রায় চৌধুরীর একমাত্র সন্তান তেরশ্রী কালী নারায়ণ ইনস্টিটিউটের শিক্ষক সমেশ্বর প্রসাদ রায় চৌধুরী জানান, ১৯৭১ সালের ২২ নভেম্বর আমার পিতাসহ ৪৩ জনকে হত্যা করা হয়। সেই দিনের কথা মনে পড়লে শরীর শিহরে ওঠে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।