শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:

মানিকগঞ্জে অধিগ্রহণের টাকা ছাড়াই জমি ভরাটের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধন 

এ.বি.খান বাবু , বিশেষ প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:১৯ পূর্বাহ্ন

মানিকগঞ্জের ঘিওরে সেতুর সংযোগ সড়ক নির্মাণে অধিগ্রহণের টাকা না দিয়ে জমিতে মাটি ভরাটের চেষ্টা করা হচ্ছে বলে মালিকেরা অভিযোগ তুলেছেন। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন জমির মালিক ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সিংজুরী ইউনিয়নে কালীগঙ্গা নদীর ওপর নির্মিত সেতুর পাদদেশে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এতে বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য মো. গুলজার হোসেন, জমির মালিক সিদ্দিকুর রহমান, নকিমুদ্দিন, মিনাজ উদ্দিন, তামেজ উদ্দিন, আ.গনি মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, অধিগ্রহণের টাকার জন্য প্রশাসনের কাছে ঘুরতে ঘুরতে
জমির মালিকেরা ক্লান্ত। এরই মধ্যে ঠিকাদারের ইন্ধনে জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের মালিকদের ভয়ভীতি দেখিয়ে মাটি ভরাটের পাঁয়তারা করছেন।

এ বিষয়ে জানতে চাইলে শ্রমিক দলের নেতা কাদের বলেন, এলজিইডি থেকে মাটি ভরাটের কাজ পেয়েছি। এলাকার কোনো কৃষককে জোরজবরদস্তি কিংবা ভয়ভীতি দেখানো হয়নি।

যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম বলেন, ব্রিজে তো সংযোগ সড়ক প্রয়োজন। আর এটি দেখভালের দায়িত্ব এলজিইডির। ইতিমধ্যে ৭ ধারার নোটিশ পেয়েছেন কৃষকেরা। তাঁরা দ্রুত টাকা পেয়ে যাবেন। কিন্তু কী কারণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হলো, তার খোঁজ খবর নিচ্ছি।


ই বিভাগের আরও সংবাদ:
ঢাকা জেলার নামাজের সময়
শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:০৮
সূর্যোদয়ভোর ৬:২৮
যোহরদুপুর ১১:৫০
আছরবিকাল ৩:৩৬
মাগরিবসন্ধ্যা ৫:১২
এশা রাত ৬:৩২

এক ক্লিকে বিভাগের খবর