ভোলায় কাজে ফিরেছে জেলা পুলিশ
মো. কামরুল হোসেন সুমন, স্টাফ রিপোর্টার:
শেখ হাসিনা সরকার পদত্যাগের পর থেকে কর্মবিরতি নেয় বাংলাদেশ পুলিশ। ইতিমধ্যে বিভিন্ন জেলায় কর্মবিরতি থেকে অব্যাহতি নিয়ে তাদের নিজ নিজ জোনে কর্মে ফিরে আসেন তারা।
সোমবার (১২ আগষ্ট) সকাল থেকে নিজেস্ব কর্মসূচি শুরু করেন ভোলা জেলা পুলিশ প্রশাসন। সকালে ট্রাফিকের দায়িত্বে থাকা পুলিশ দের সহায়তা করেন শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন।সে সময় ভোলা জেলা পুলিশ সুপার মাহিদুজ্জামান ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা শিক্ষার্থীদেরকে ফুল বিনিময় করে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিভিন্ন মতবিনিময় করেন। মতবিনিময় কালে তিনি ট্রাফিকের দায়িত্বে থাকা সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীদের সম্মাননা সরূপ সার্টিফিকেট প্রদান করবেন বলে জানান।
এদিকে পুলিশের কর্মসূচিতে যোগা দানের বিষয়টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভোলা জেলার সমন্বয়কদের নজরে আসলে তারা প্রশাসনকে স্বাগত জানাতে ভোলা সদর থানায় যান। সেখানে পুলিশ সুপার মাহিদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ সমন্বয়কদের ফুল দিয়ে বরন করে তাদের সাথে শুভেচ্ছা মতবিনিময় করেন।
এসময় তিনি বলেন, সাধারণ ছাত্রদের পাশে তারা সব সময় থাকবেন। পুলিশ, ছাত্র, সাধারণ জনগন সবাই কাধে কাধ মিলিয়ে এই দেশ সংস্কার এবং পুর্নগঠনে এক সাথে কাজ করে যাবেন। অন্যদিকে সমন্বয়করা আন্দোলনে নিহত শিক্ষার্থী,পুলিশ এবং সকল মৃতদের প্রতি শোক প্রকাশ করে এমন ঘটনার পুনরাবৃত্তি আর চায়না বলে জানান। তারা পুলিশের ভাই-বোন সন্তানের মতো। পুলিশের সহায়তায় কাজ করে দেশ গঠনে তাদের পাশে থাকার প্রতিজ্ঞা জ্ঞাপন করেন।