শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:

নওগাঁর বদলগাছীতে বিকাশ এজেন্ট দোকানে দুর্ধর্ষ চুরি

ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:২৪ পূর্বাহ্ন
দোকানে দুর্ধর্ষ চুরি

মো. ফারুক হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ-

নওগাঁর বদলগাছীতে গতকাল শুক্রবার দুপুর ১ টায় চারমাথা মোড় সংলগ্ন মাতাজিহাট রোডে সুবা প্রসাধনী মেসার্স ফজলে রাব্বির দোকানে তালা ভেঙে নগদ ১ এক লাখ ১২ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

এর আগে ঐ দোকানের মালিক শুক্রবার মসজিদে নামাজ পড়তে গেলে। দুই জন ব্যক্তি মুখে মাক্স পড়ে একটি মোটরসাইকেল যোগে এসে দোকানের তালা ভেঙে দোকান চুরি করে নিয়ে যায়। তার একটি সিসি টিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে।

এ ঘটনায় থানায় অভিযোগ করেন দোকানের মালিক মোঃ ফজলে রাব্বি। তার দাবি আমার প্রসাধনী দোকানের পাশাপাশি বিকাশ নগদের এজেন্ট ছিলাম। প্রতিদিন লক্ষ লক্ষ টাকা লেনদেন হয় আমার দোকানে। শুক্রবার নামাজ পড়ার জন্য দোকান বন্ধ করেছি। এরপর বিকালে দোকানে এসে দেখি তালা ভাঙ্গা। ভিতরে গিয়ে দেখি নগদ ক্যাশ নেই। পরে সিসিটিভি ফুটেজে সব দেখলাম।

এ বিষয়ে বাসস্টান্ড বণিক সমিতির সাধারন সম্পাদক সরদার মো. জাহিদুল ইসলাম বলেন, পুরো এলাকা সিসি টিভির আওতায় ছিলো। গত ৫ আগস্ট দেশের পটভূমি পরিবর্তন হলে সব সিসিটিভি ভেঙ্গে ফেলা হয়। যার ফলে প্রায় প্রায় চুরি হওয়ার কথা শোনা যাচ্ছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নজরদারি বাড়ানোর দাবি করছেন এই নেতা।

এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শাহজান আলী সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পেয়েছি চোর সনাক্তের চেষ্টা চলছে।খুব তারাতাড়ি চোর কে আটক করা হবে।


ই বিভাগের আরও সংবাদ:
ঢাকা জেলার নামাজের সময়
শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:০৮
সূর্যোদয়ভোর ৬:২৮
যোহরদুপুর ১১:৫০
আছরবিকাল ৩:৩৬
মাগরিবসন্ধ্যা ৫:১২
এশা রাত ৬:৩২

এক ক্লিকে বিভাগের খবর