মো. ফারুক হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ-
নওগাঁর বদলগাছীর সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খাঁনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি’র সহ যুব বিষয়ক সম্পাদক মোঃ বেলাল হোসেন (সৌখিন)।
আজ রবিবার (২৪ নভেম্বেবর) বেলা ১২ টার সময় সাংবাদিক সংস্থার বদলগাছী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য হুবহু তুলে ধরা হলোঃ
আমি মোঃ বেলাল হোসেন (সৌখিন), সাবেক সহ-যুব বিষয়ক সম্পাদক, উপজেলা বিএনপি, বদলগাছী, নওগাঁ। বিগত ২০১৩ সালে আমার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানীমূলকভাবে আওয়ামীলীগ দুইটি মামলা করে। একটি বিস্ফোরক ও একটি দ্রুত বিচার আইনে। আমাকে গ্রেফতার করা হয় ক্লিন হার্ট অপারেশনে। সেখানে আমাকে অনেক নির্যাতন করা হয় শুধুমাত্র বিএনপি দল করার জন্য।
ইতোমধ্যে, অতি সম্প্রতি জানতে পেরেছি যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামীলীগের সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব শামসুল আলম খাঁনের সাথে আমার একটি কল রেকর্ড প্রকাশিত হয়। যা সম্পূর্ণ এডিট করা ফেক মোবাইল কল। উক্ত কল রেকর্ডটি আগস্ট মাসের। প্রকৃত তথ্য এই যে, জনাব শামসুল আলম খাঁন ইতোপূর্বে তার একটি ব্যাংক চেক গচিছত রেখে আমার কাছ থেকে কিছু টাকা ধার করেন। যার নম্বর: CD/A- 2885092(ডাচ বাংলা ব্যাংক)। এভাবে তার ব্যক্তিগত প্রয়োজনে আরও অনেকের কাছ থেকেই তিনি টাকা ধার করেছেন বলে লোকমুখে জেনেছি। অতি সম্প্রতি জানতে পারি যে, তিনি কিছু কিছু পাওনাদারদের ধারের টাকা পরিশোধ করছেন। এ কারণে আমি তার নিকট আমার পাওনা টাকা নেওয়ার জন্য কল করেছিলাম। ইতোপূর্বে আমার পাওনা টাকা নেওয়ার জন্য তার সামনা-সামনি হলে সে আমাকে আওয়ামীলীগের ক্ষমতার ভয় দেখাতো। আমি গত ০৫/১১/২০২৪ইং তারিখে আওয়ামীলীগের বিস্ফোরক মামলার বিবাদী হওয়ার কারণে আগস্ট মাসের কল রেকর্ডটি নতুন করে “এডিট” করে যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। আগস্ট মাস থেকে এখন পর্যন্ত উক্ত জনাব শামসুল আলম খানের সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। আমি বিগত এক মাসের কল লিস্ট পাঠিয়েছি। আপনারা চাইলে আমার কল লিস্ট দেখতে পারেন। মামলার বিবাদী হওয়ার কারণেই আগস্ট মাসের আমার টাকা পাওনা সংক্রান্ত কল রেকর্ডটি “এডিট” করে যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। শুধুমাত্র আমাকে এবং আমার দল বিএনপিকে সামাজিকভাবে হেয় করা, মর্যাদা ক্ষুন্ন করার জন্যই তারা এই মিথ্যা এবং বানোয়াট এডিটকৃত ফেক কল রেকর্ডটি সমাজে ছেড়ে দেয়। আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং সেই সাথে দুষ্কৃতিকারীদের আইনগত ব্যবস্হা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল আইন প্রয়োগকারী সংস্হার নিকট জোর দাবী জানাচিছ।