শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:

নোয়াখালীতে সার্কাস, হাতিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক কর্মকান্ড!

ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:২৯ পূর্বাহ্ন
বিএনপির সাংগঠনিক কর্মকান্ড

দ্বীপ উপজেলা হাতিয়া বিএনপির সাংগঠনিক কর্মকান্ড চলছে অভিভাবক ছাড়াই বেওয়ারিশ হিসেবে। উপজেলার ২নং চানন্দি ইউনিয়ন (পূর্ব) শাখা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান মাহবুবকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার ১২ ঘণ্টা অতিবাহিত না হতেই তার প্রত্যাহারপত্র উঠিয়ে নিলেন উপজেলা বিএনপি।

রোববার (২৪ নভেম্বর) রাতে হাতিয়া উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক খোকন বিষয়টি সাংবাদকর্মীদের প্রেস রিলিজ দিয়ে নিশ্চিত করেন।

এর আগে তার সই করা অব্যাহতি ও প্রত্যাহারের চিঠি দুটি পাঠানো হয় গণমাধ্যমে। কোন রুপ তদন্ত ছাড়াই তিনি প্রত্যাহার করলেন অভিযুক্ত বিএনপি নেতার চিঠিটি।

মাহবুবুর রহমানকে লেখা অব্যাহতির চিঠিতে বলা হয়, ‘উপরোক্ত বিষয়ের আলোকে আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে এবং আপনি ২ নম্বর চরবাটার (চরজব্বর) ভোটার হওয়ায় হওয়ায় এবং অত্র ইউনিয়নের স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক হওয়ায় আপনাকে দলীয় পদ হতে অব্যাহতি দেওয়া হলো, যা শনিবার (২৩ নভেম্বর) থেকে কার্যকর হবে। ২ নম্বর চানন্দি ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফসিউল আলমকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হলো।’

এর ১২ ঘণ্টার বিতরে ওই নেতাকে ফজলুল হক খোকন সই করা আদেশ প্রত্যাহারের আরেকটি চিঠি দেওয়া হয়। এতে বলা হয়, শনিবার থেকে আপনাকে ২ নম্বর চানন্দি ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির সভাপতির পদ হতে অব্যাহতি দিয়ে একটি পত্র পাঠানো। ঊর্ধ্বতন নেতাদের নির্দেশক্রমে অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হলো।

তিনি মাহবুবুর রহমান ২ নম্বর চরবাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ড চরমজিদ গ্রামের মাওলানা বাকের এর বাড়ির স্থায়ী বাসিন্দা এবং চরবাটা কেন্দ্রের ভোটার। যার কারণে বর্তমানে চরবাটা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্য ইউনিয়নের বাসিন্দা হওয়া ছাড়াও চানন্দি ইউনিয়ন (পূর্ব) বিএনপির সভাপতি মাহবুবুর রহমান মাহবুবের বিরুদ্ধে ৫ আগস্টের পর এলাকায় ব্যাপক চাঁদাবাজি, দখল, লুটপাটের অভিযোগ ওঠে। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতেও আবুল হাসেম নামের ইটভাটার এক মাঝির (শ্রমিক সরবরাহকারী) কাছ থেকে চাঁদা না পেয়ে তার মা-ভাইদের তুলে নিয়ে মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ঐ সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরেন সাংবাদকর্মীরা।

এসব অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা মাহবুবুর রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে দলীয় একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি দলীয় শৃঙ্খলা মেনে রাজনীতি করার চেষ্টা করি।’

মাহবুব, সারোয়ার, যুবদল নেতা সাজু রহমান, ছাত্রদল নেতা রবি নেতৃত্বে ৫ আগস্টের পর চানন্দি ইউনিয়নে চাঁদাবাজি, দখল, হামলা, সরকারি সম্পদ লুঠ, মেঘনা অভয় আশ্রমের মাছ চুরি সহ অসংখ্য অপরাধে জড়িত বলে নিশ্চিত করেছেন গণমাধ্যম কর্মীদের একাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

হাতিয়া উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক খোকন বলেন, বিএনপি নেতা মাহবুবুর রহমান পার্শ্ববর্তী সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের বাসিন্দা হওয়ায় তাকে হাতিয়ার চানন্দি ইউনিয়ন বিএনপির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল ঠিক। পরে ঊর্ধ্বতন নেতাদের নির্দেশে তা প্রত্যাহার করা হয়। অন্য উপজেলার স্থায়ী বাসিন্দা ও ভোটার আপনার অধিনে থাকা ইউনিয়নে পদে থাকা কতটুকু যৌক্তিক প্রশ্ন করা করা হলে তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

হাতিয়া উপজেলার বিএনপির সভাপতি ফজলুল হক খোকনের বিরুদ্ধে হরণী ইউনিয়নের হাতিয়া বাজার নামক একটি গরু বাজার দখল করার ইদ্ধনের অভিযোগ তুলেন বাজার ইজারাদার। পরে এটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়।


ই বিভাগের আরও সংবাদ:
ঢাকা জেলার নামাজের সময়
শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:০৮
সূর্যোদয়ভোর ৬:২৮
যোহরদুপুর ১১:৫০
আছরবিকাল ৩:৩৬
মাগরিবসন্ধ্যা ৫:১২
এশা রাত ৬:৩২

এক ক্লিকে বিভাগের খবর