মানিকগঞ্জের শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজের ১৬ জন শিক্ষার্থীর নিকট থেকে প্রায় অর্ধলক্ষ টাকা নিয়ে ফরম পূরণ না করায় কলেজ প্রতিষ্ঠাতা সদস্য রুহুল আমিন মিঠুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ফরম পুরণ না করায় শিক্ষার্থীরা গত সোমবার অনুষ্ঠিত ডিগ্রি পরিক্ষায় অংশ নিতে পারেনি।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা কলেজ গর্ভনিং বডির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেনের নিকট লিখিত একটি অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়, কলেজের ডিগ্রি পাস কোর্স তৃতীয় বর্ষের ১৬ জন শিক্ষার্থীর কাছ থেকে পরীক্ষার ফরম পূরণের কথা বলে ৪৮ হাজার টাকা নেয়া হয়। যথাসময়ে ফরম পূরণ করতে না পারায় গত সোমবার অনুষ্ঠিত বাৎসরিক পরীক্ষায় তারা অংশ নিতে পারেনি। ভূক্তভোগীরা কলেজ অফিসে যোগাযোগ করে কোন সদুত্তর পায়নি।
কলেজ অধ্যক্ষ ড. বাসুদেব কুমার শিকদার জানান, মিঠুর নেয়া টাকা যথাসময়ে জমা না দেয়ায় ফরম পূরণ সম্ভব হয়নি। সংশ্লিষ্ট অফিস স্টাফ ও শিক্ষার্থীরা এ ব্যাপারে মিঠুর বিরুদ্ধে থানায় পৃথক অভিযোগ করেছেন।
প্রতিষ্ঠাতা সদস্য রুহুল আমিন মিঠুর মুঠোফোনে যোগাযোগ করলে জানান, অভিযোগকারী শিক্ষার্থীদের তিনি চেনেন না। আমি এখন ব্যস্ত আছি।
কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি ও শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন জানান, ফরম পূরণের টাকা দেয়ার দাবিতে ১৬ শিক্ষার্থীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।।