শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:

সরিষাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড; কোটি টাকার সম্পদ পুড়ে ছাই

ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন
সরিষাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

তৌকির আহাম্মেদ হাসু, স্টাফ রিপোর্টার:

জামালপুরের সরিষাবাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিস থেকে আগুনের উৎপত্তি হয়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পৌরসভার সাবেক মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন এর মার্কেটসহ ৮টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।গতকাল বুধবার দুপুর ২টার দিকে সরিষাবাড়ী পৌরসভার (তালুকদারবাড়ি) রেলক্রসিং সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তথ্যমতে, আগুনে পৌরসভার সাবেক মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন এর মালিকানাধীন টিনশেড মার্কেট, রড-সিমেন্টের ও মুদির দোকান,পাট ও ভুট্টার গুদাম,এবং মিজানুর রহমান পারভেজের ফার্মেসি, খুশূ মিয়ার মনোহারী দোকান,মিজু মিয়ার মনোহারী দোকান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।এছাড়াও আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের সমস্ত মালামাল আগুনে পুড়ে গেছে।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এ ঘটনায় সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় বাসিন্দারা এ ধরনের দুর্ঘটনা এড়াতে ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।


ই বিভাগের আরও সংবাদ:
ঢাকা জেলার নামাজের সময়
শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:০৮
সূর্যোদয়ভোর ৬:২৮
যোহরদুপুর ১১:৫০
আছরবিকাল ৩:৩৬
মাগরিবসন্ধ্যা ৫:১২
এশা রাত ৬:৩২

এক ক্লিকে বিভাগের খবর