মোহাম্মদ দেলোয়ার হোসেন, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির উপর কৃষক-কৃষাণীদের নিয়ে এডাপটিভ ট্রায়াল ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং ( এফএমপিই) সহায়তায় “কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডি) শীর্ষক প্রকল্পের অধীনে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির পরিচিতি,মেরামত ও রক্ষণাবেক্ষণের উপর কৃষক/যন্ত্রচালক/মেকানিকদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালাটি উপজেলার দক্ষিণ শুল্লকিয়া এলাকা ও আল-আমিন বাজার নামক স্থানে এ অনুষ্ঠিত হয়। কর্মশালাটি ২৩-২৮ নভেম্বর দুই ধাপে অনুষ্ঠিত হয়।
মো. আতাউর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা, এফএমপিই বিভাগ, বারি, গাজীপুর এর সঞ্চালনায় উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. মো. নূরুল আমিন, প্রকল্প পরিচালক, এফএমডি প্রকল্প ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, এফএমপিই বিভাগ, বারি, গাজীপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. মিঞা মো. বশীর, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, সরেজমিন গবেষণা বিভাগ (অঞ্চল -৪), মাইজদী বাজার,নোয়াখালী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মো. শহীদুল ইসলাম,প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, সরেজমিন গবেষণা বিভাগ (অঞ্চল -৪), মাইজদী বাজার, নোয়াখালী।
প্রশিক্ষণে মোট ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এরপর প্রশিক্ষণে বারি উদ্ভাবিত বারি বীজ বপন যন্ত্র,বারি রিপার সহ ১৮ ধরনের কৃষিযন্ত্রের উপর হাতে – কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।