সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী:
জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে শহীদদের স্মরণে রায়পুরা উপজেলা স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা গণঅভ্যুত্থানে অংশ দেয়া ছাত্র-জনতাকে নির্মম ভাবে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন এক বাংলাদেশের সূচনা হয়েছে। আগামীর এই বাংলাদেশের কোনো বৈষম্যের ঠাঁই হবে না। বৈষম্যহীন ভাবে পথ চলবে ছাত্র-জনতার রক্ত ও জীবনের বিনিময়ে অর্জিত নতুন এই বাংলাদেশ।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম,উপজেলা মাধ্যমে শিক্ষা অফিসার মোহাম্মদ সামালগীর আলম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খান নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, থানার অফিসার ইনচার্জ আব্দুল জব্বার, সাবেক পৌর মেয়র আব্দুল কুদ্দুস মিয়া উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক ও উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মোহন, জামায়াতে ইসলামী রায়পুরা শাখার আমির মাওলানা জাহাঙ্গীর আলম ও ইসমাইল হোসেন প্রমূখ।
অন্যদিকে স্মরণ সভা শেষে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের সুস্থতা এবং শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।