১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

সিংগাইরে মাদকব্যবসাকে কেন্দ্র করে যুবক খুন

তরুণকণ্ঠ ডেস্ক
মানিকগঞ্জের সিংগাইরে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে মো. সাদ্দাম হোসেন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
সোমবার (১২ আগষ্ট) দিবাগত রাতে উপজেলার চর কানাইনগর এলাকায় এঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন উপজেলার শায়েস্তা ইউনিয়নের নিলটেক গ্রামের আইয়ুব খানের ছেলে এবং পেশায় সিএনজি চালক।
নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকব্যবসা নিয়ে সাদ্দাম হোসেনের সঙ্গে চর কানাইনহর গ্রামের আওলাদ হোসেনের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মিরাজ হোসেনের বিরোধ চলে আসছিল। গতকাল সোমবার বিকেলে দুই পক্ষের লোকজনের উপস্থিতিতে সালিসি বৈঠকে বিষয়টি মিমাংসা হয়। এদিন রাত ১২ টার দিকে সাদ্দাম হোসেনকে বাড়ি থেকে চর কানাইনগর এলাকায় ডেকে নেন মিরাজ হোসেন ও তার লোকজন। সেখানে কথাকাটাকাটির এক পর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় সাদ্দাম হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
vb
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

প্রকাশকাল : ০৯:৩৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
১৮৬ Time View

সিংগাইরে মাদকব্যবসাকে কেন্দ্র করে যুবক খুন

প্রকাশকাল : ০৯:৩৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
মানিকগঞ্জের সিংগাইরে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে মো. সাদ্দাম হোসেন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
সোমবার (১২ আগষ্ট) দিবাগত রাতে উপজেলার চর কানাইনগর এলাকায় এঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন উপজেলার শায়েস্তা ইউনিয়নের নিলটেক গ্রামের আইয়ুব খানের ছেলে এবং পেশায় সিএনজি চালক।
নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকব্যবসা নিয়ে সাদ্দাম হোসেনের সঙ্গে চর কানাইনহর গ্রামের আওলাদ হোসেনের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মিরাজ হোসেনের বিরোধ চলে আসছিল। গতকাল সোমবার বিকেলে দুই পক্ষের লোকজনের উপস্থিতিতে সালিসি বৈঠকে বিষয়টি মিমাংসা হয়। এদিন রাত ১২ টার দিকে সাদ্দাম হোসেনকে বাড়ি থেকে চর কানাইনগর এলাকায় ডেকে নেন মিরাজ হোসেন ও তার লোকজন। সেখানে কথাকাটাকাটির এক পর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় সাদ্দাম হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
vb
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।