১১:১৯ অপরাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ভোক্তা অধিকারের সঙ্গে বাজার মনিটরিংয়ে সাধারণ শিক্ষার্থীরা

তরুণকণ্ঠ ডেস্ক

মানিকগঞ্জে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র  ও বাজার দর মনিটরিং করতে ভোক্তা অধিকারের সঙ্গে সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।  এই বাজার মনিটরিংয়ের সময় শিক্ষার্থীরা আলু, পেঁয়াজ, তেল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ঠিক আছ কি না, তা দোকানে গিয়ে যাচাই করেন। একই ভাবে সবজি ও মাছ বাজারে গিয়ে একই ভাবে বাজার মনিটরিং করেন তাঁরা।

আজ বুধবার (১৪ আগস্ট) সকাল ১০টায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে শহরের বেউথা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মেসার্স আব্দুল হক নামের এক পাইকারি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক দুই হাজার টাকা জরিমানা করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাসিনা সরকার পতনের পর সড়কে শৃঙ্খলা রক্ষায় ট্র্রাফিকের কাজ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সহ রাষ্ট্র সংস্কারের নানান কাজ শুরু করে শিক্ষার্থীরা। এবার বাজারে পণ্যের ন্যায্য দাম নিশ্চিত করতে বাজার মনিটরিংয়ের কাজও শুরু করেছে তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জের সমন্বয়ক ওমর ফারুক বলেন, নিয়মিত বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় পণ্যের দামের ন্যায্যতা ছিল না। সিন্ডিকেট ব্যবসায়ীরা অতি মুনাফা করে বাজারকে অস্থিতিশীল করে রেখেছিল। বাজারে স্থিতিশীলতা আনতে শাকসবজি, তরিতরকারি, মাছ, মাংস সহ ‍মুদিপণ্যের ন্যায্য দাম নিশ্চিত করতেই তাদের এই মনিটরিং ব্যবস্থা।

নিয়মিত বাজার মনিটরিং থাকলে পণ্যের দাম নাগালের বাইরে যাবে না বলে মনে করছেন ভোক্তারা। চাল, ডাল, ডিম তেল থেকে শুরু করে প্রতিটি পণ্যের বাজারে মনিটরিং ব্যবস্থা চালু করায় খুশি ক্রেতারাও।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, যৌথভাবে পাইকারি ও খুচরা বাজারে এই মনিটরিং ব্যবস্থা চালু হওয়ায় সুফল পাচ্ছেন ভোক্তারা। খুচরা ও পাইকারি বাজারে নিয়মিতভাবে মনিটরিং ব্যবস্থা চালু হওয়ায় সিন্ডিকেট ব্যবসা বন্ধ হচ্ছে। বাজারে পণ্যের দামের স্থিতিশীলতা আসছে। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এসময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা এম, এ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, রমজান মাহমুদ, রাজু, মেহরাব, মিজান প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

প্রকাশকাল : ০৪:৪১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
১৮১ Time View

মানিকগঞ্জে ভোক্তা অধিকারের সঙ্গে বাজার মনিটরিংয়ে সাধারণ শিক্ষার্থীরা

প্রকাশকাল : ০৪:৪১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪

মানিকগঞ্জে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র  ও বাজার দর মনিটরিং করতে ভোক্তা অধিকারের সঙ্গে সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।  এই বাজার মনিটরিংয়ের সময় শিক্ষার্থীরা আলু, পেঁয়াজ, তেল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ঠিক আছ কি না, তা দোকানে গিয়ে যাচাই করেন। একই ভাবে সবজি ও মাছ বাজারে গিয়ে একই ভাবে বাজার মনিটরিং করেন তাঁরা।

আজ বুধবার (১৪ আগস্ট) সকাল ১০টায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে শহরের বেউথা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মেসার্স আব্দুল হক নামের এক পাইকারি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক দুই হাজার টাকা জরিমানা করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাসিনা সরকার পতনের পর সড়কে শৃঙ্খলা রক্ষায় ট্র্রাফিকের কাজ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সহ রাষ্ট্র সংস্কারের নানান কাজ শুরু করে শিক্ষার্থীরা। এবার বাজারে পণ্যের ন্যায্য দাম নিশ্চিত করতে বাজার মনিটরিংয়ের কাজও শুরু করেছে তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জের সমন্বয়ক ওমর ফারুক বলেন, নিয়মিত বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় পণ্যের দামের ন্যায্যতা ছিল না। সিন্ডিকেট ব্যবসায়ীরা অতি মুনাফা করে বাজারকে অস্থিতিশীল করে রেখেছিল। বাজারে স্থিতিশীলতা আনতে শাকসবজি, তরিতরকারি, মাছ, মাংস সহ ‍মুদিপণ্যের ন্যায্য দাম নিশ্চিত করতেই তাদের এই মনিটরিং ব্যবস্থা।

নিয়মিত বাজার মনিটরিং থাকলে পণ্যের দাম নাগালের বাইরে যাবে না বলে মনে করছেন ভোক্তারা। চাল, ডাল, ডিম তেল থেকে শুরু করে প্রতিটি পণ্যের বাজারে মনিটরিং ব্যবস্থা চালু করায় খুশি ক্রেতারাও।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, যৌথভাবে পাইকারি ও খুচরা বাজারে এই মনিটরিং ব্যবস্থা চালু হওয়ায় সুফল পাচ্ছেন ভোক্তারা। খুচরা ও পাইকারি বাজারে নিয়মিতভাবে মনিটরিং ব্যবস্থা চালু হওয়ায় সিন্ডিকেট ব্যবসা বন্ধ হচ্ছে। বাজারে পণ্যের দামের স্থিতিশীলতা আসছে। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এসময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা এম, এ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, রমজান মাহমুদ, রাজু, মেহরাব, মিজান প্রমুখ উপস্থিত ছিলেন।