ajkertarunkantho
ঢাকাবৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩
 1. অপরাধ-দুর্নীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. ইতিহাস ঐতিহ্য
 5. ইসলাম ও জীবন
 6. কৃষি সমাচার
 7. খেলাধুলা
 8. জনদুর্ভোগ
 9. জাতীয়
 10. ধর্ম ও সংস্কৃতি
 11. প্রবাস সমাচার
 12. বাণিজ্য
 13. বিজ্ঞান ও প্রযুক্তি
 14. বিনোদন
 15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় জেলের জালে ধরা পরল বিশাল আকৃতির মাছ-বিক্রয় ৫০ হাজার টাকা

নিউজ রুম
মার্চ ৩০, ২০২৩ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

মো. কামরুল হোসেন সুমন, স্টাফ রিপোর্টার:

ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে সাড়ে ৬ মণ ওজনের বিশাল আকৃতির হাউস মাছ। গতকাল মঙ্গলবার বিকালে ভোলা সদরের ইলিশা ও রাজাপুর মাঝামাঝি এলাকার মেঘনা নদীতে ওই মাছ পাওয়া যায়। এ সময় ওই বিশাল আকৃতির মাছটি একনজর দেখতে বিভিন্ন এলাকার মানুষ ভিড় জমান।

স্থানীয়রা জানান, মেঘনায় জেলে সাইদুল মাঝির জালে বিশাল আকৃতি হাউস মাছটি ধরা পড়ে। যার ওজন ৬ মণ ২৩ কেজি। জেলে সাইদুল মাঝি রাজাপুর ৩নং ওয়ার্ডের মঞ্জু আখনের ছেলে।

সাইদুল মাঝি জানান, আমি বুধবার সকালে জাল পেলে বিকাল তিনটায় জাল টানতে গিয়ে দেখি বিশাল আকৃতির হাউস মাছটি। পরবর্তীতে অন্য জেলেদের সহযোগীতায় উঠিয়ে বরিশাল মোকামে নিয়ে ৮ হাজার ৮শ টাকা মনে বিক্রি করেছি। এমন বিশাল আকৃতির মাছ আর কখনও দেখিনি বলেও জানান তিনি।

জেলেরা জানান, গভীর সাগরে থাকে এসব মাছ। মাছটি দিক হারিয়ে মেঘনায় চলে এসেছে।