০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্ততি

তরুণকণ্ঠ ডেস্ক

২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের গণজমায়েতের ওপর নৃশংস গণহত্যা, ২০২১ সালে মোদিবিরোধী বিক্ষোভে পুলিশি হত্যাযজ্ঞ এবং চলতি বছরে জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের দায়ে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে হেফাজতে ইসলামী বাংলাদেশ। শিগগিরই চিহ্নিত খুনি ও খুনের নির্দেশদাতাদের বিরুদ্ধে মামলা সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন হেফাজতের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।

বুধবার (১৪ আগস্ট) এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় এসব কথা জানান।

অন্তর্বর্তী সরকারের কাছে আলেমদের ওপর হত্যাযজ্ঞ ও নির্যাতনে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে নেতৃদ্বয় বলেন, স্বৈরাচার হাসিনার শাসনামলে আলেমদের ওপর যারা হত্যাকাণ্ড চালিয়েছিল এবং প্রতিবাদী আলেমদের মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে অবর্ণনীয় নির্যাতন করেছে, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। গণহত্যাকারী ও ফ্যাসিস্ট হাসিনার হত্যাকাণ্ড ও জুলুম-নির্যাতনকে যেসব বুদ্ধিজীবী ও অনলাইন এক্টিভিস্ট সমর্থন জুগিয়েছিল, তাদেরকেও প্রমাণ সাপেক্ষে বিচারের মুখোমুখি করতে হবে।

তারা বলেন, বিগত বছরগুলোতে শেখ হাসিনার সরকার ভয়াবহ রাষ্ট্রীয় নির্যাতন ও দমন-পীড়ন, আলেমদের বিভক্তি ও মাদরাসা বন্ধের হুমকিসহ নানাভাবে আলেম সমাজকে দমিয়ে রাখার চেষ্টা করেছে। কিন্তু খুনি ফ্যাসিস্ট জালিমদের শেষ রক্ষা হয়নি। নজিরবিহীন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের পতনের মধ্যে দিয়ে নতুন স্বাধীনতা পেয়েছে জনগণ। আমরা আন্দোলনে সব শহিদকে স্মরণপূর্বক তাদের রূহের মাগফিরাত কামনা করছি।

Please Share This Post in Your Social Media

প্রকাশকাল : ০৫:৪৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
১৮৯ Time View

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্ততি

প্রকাশকাল : ০৫:৪৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪

২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের গণজমায়েতের ওপর নৃশংস গণহত্যা, ২০২১ সালে মোদিবিরোধী বিক্ষোভে পুলিশি হত্যাযজ্ঞ এবং চলতি বছরে জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের দায়ে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে হেফাজতে ইসলামী বাংলাদেশ। শিগগিরই চিহ্নিত খুনি ও খুনের নির্দেশদাতাদের বিরুদ্ধে মামলা সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন হেফাজতের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।

বুধবার (১৪ আগস্ট) এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় এসব কথা জানান।

অন্তর্বর্তী সরকারের কাছে আলেমদের ওপর হত্যাযজ্ঞ ও নির্যাতনে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে নেতৃদ্বয় বলেন, স্বৈরাচার হাসিনার শাসনামলে আলেমদের ওপর যারা হত্যাকাণ্ড চালিয়েছিল এবং প্রতিবাদী আলেমদের মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে অবর্ণনীয় নির্যাতন করেছে, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। গণহত্যাকারী ও ফ্যাসিস্ট হাসিনার হত্যাকাণ্ড ও জুলুম-নির্যাতনকে যেসব বুদ্ধিজীবী ও অনলাইন এক্টিভিস্ট সমর্থন জুগিয়েছিল, তাদেরকেও প্রমাণ সাপেক্ষে বিচারের মুখোমুখি করতে হবে।

তারা বলেন, বিগত বছরগুলোতে শেখ হাসিনার সরকার ভয়াবহ রাষ্ট্রীয় নির্যাতন ও দমন-পীড়ন, আলেমদের বিভক্তি ও মাদরাসা বন্ধের হুমকিসহ নানাভাবে আলেম সমাজকে দমিয়ে রাখার চেষ্টা করেছে। কিন্তু খুনি ফ্যাসিস্ট জালিমদের শেষ রক্ষা হয়নি। নজিরবিহীন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের পতনের মধ্যে দিয়ে নতুন স্বাধীনতা পেয়েছে জনগণ। আমরা আন্দোলনে সব শহিদকে স্মরণপূর্বক তাদের রূহের মাগফিরাত কামনা করছি।