জগন্নাথপুর, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে এক গরু চোরকে গ্রেফতার । গরুচোর রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধপুর গ্রামের মৃত ইদ্রিছ উল্লা, ছেলে ওয়াহিদ মিয়া (৬০)।
পুলিশের সুত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি পৌর শহরের হবিবনগর এলাকার আব্দুল হাশিমের ছেলে বাদশা মিয়া বসত ঘর থেকে রাতে আধারে ২ টি গরু চুরি হয়ে যায়, অনেক জায়গায় খুঁজাখুঁজি করে গরুর সন্ধান না পাওয়াতে বাদশা মিয়া জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন।
(২০ মার্চ সোমবার) জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমানের নির্দেশে এসআই মো, জিন্নাতুল ইসলাম তালুকদার নেতৃত্বে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অবশেষে রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধপুর গ্রামের মৃত ইদ্রিছ উল্লা,ছেলে ওয়াহিদ মিয়ার ঘরে দুটি গরু পাওয়া যায়, গরু চোর ওয়াহিদ মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার বলেন গন্ধপুর গ্রামে অভিযান চালিয়ে দুটি গরু উদ্ধার করি চোর ওয়াহিদ মিয়া ডাকাতি, অস্ত্র, মাদক, মারামারি ও গরু চুরিসহ সর্বমোট ১৪ টি মামলা রয়েছে এই গরু চোরের বিরুদ্ধে। আসামীকে সুনামগঞ্জ জেল হাজতে পেরণ করা হয়েছে।