মো. কামরুল হোসেন সুমন, স্টাফ রিপোর্টার:
কারিতাস বরিশাল অঞ্চল মুক্তি-৩ প্রকল্পের আওতায় মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ বাজারে সাধারণ জেলেদের জন্য স্থানীয়ভাবে স্বল্পমূল্যে লাইফবয়া তৈরির কৌশল এবং জেলে নৌকায় তা ব্যবহারে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভার মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিলো মৎস্যজীবীদের জীবন রক্ষাকারী সরঞ্জামসমূহ, এদের মূল্য ও সহজভাবে পাওয়ার উপায় জাননো, জেলেরা নদীতে মাছ ধরতে যাওয়ার সময় জীবন রক্ষাকারী সরঞ্জাম না নিলে তার পরিনতি, আইনগত পদক্ষেপ এবং কে এই পদক্ষেপ গ্রহণ করবেন তা জানানো ,
স্থানীয়ভাবে তৈরী জীবন রক্ষাকারী সরঞ্জাম ব্যবহার বিষয়ক ডকুমেন্টারী প্রদর্শন ও পটগানে বুঝানো, মৎস্যজীবীদের জীবন রক্ষাকারী সরঞ্জামসমূহ ব্যবহারের নিয়ম জানানো সভায় ১নং মনপুরা ইউ,পি চেয়ারম্যান আমানতউল্লাহ আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী।
শ্রী অশোক কুমার রায়ের সঞ্চালনায় সভায় মৎস্যজীবীদের উদ্দেশ্যে গণসচেতনতামূলক বক্তব্য রাখেন, মো. নাসির উদ্দিন,প্রোগ্রাম অফিসার (সিআরএস), উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব ভিক্টর বাইন, বাংলাদেশ কোস্টগার্ড মনপুরা ইউনিটের কনটেইনজেন্টন অফিসার মো. আলামগীর, উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি মো. নাসির মহাজন আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষামূলক পটগানের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করা হয়