ajkertarunkantho
ঢাকারবিবার , ২ এপ্রিল ২০২৩
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি সমাচার
  7. খেলাধুলা
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. ধর্ম ও সংস্কৃতি
  11. প্রবাস সমাচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রয়াস ওয়েলফেয়ার ফাউন্ডেশন ববি শাখার পক্ষ থেকে ইফতার বিতরণ

নিউজ রুম
এপ্রিল ২, ২০২৩ ১১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

জাহিদুল ইসলাম, ববি প্রতিনিধি:

প্রয়াস ওয়েলফেয়ার ফাউন্ডেশন “Proyas Welfare Foundation” বরিশাল বিশ্ববিদ্যালয় ( ববি) শাখার পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়। প্রয়াস ওয়েলফেয়ার ফাউন্ডেশন – Proyas Welfare Foundation কর্তৃক গৃহীত রমযান মাস ব্যাপি তিনটি কার্যক্রম (দুস্থ ও অসহায়দের মধ্যে ইফতার ও ইফতার সামগ্রী দান, রোযাদার দুস্থ ও অসহায় মানুষদের সাবলম্বী করা , পথশিশুদের মধ্যে ইদবস্ত্র বিতরণ) এর মধ্যে আজ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ক্যাম্পাস এম্বাসেডর মোহাম্মাদ শরিফ হোসেন ও তার টিম দুস্থ ও অসহায়দের মধ্যে‌‌ বরিশাল নগরীর চোমাথা , আমতলা লেক , সাগরদী ও রুপাতলি এরিয়ায় ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ক্যাম্পাস এম্বাসেডর মোহাম্মাদ শরিফ হোসেন বলেন, “প্রয়াস ওয়েলফেয়ার ফাউন্ডেশন ” একটি অরাজনৈতিক, অলাভজনক, সেবা প্রদানকারী সামাজিক সংগঠন। ০১ জানুয়ারি, ২০২০ সালে “প্রয়াস ওয়েলফেয়ার ফাউন্ডেশন” এর আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হয়। সমাজের দুঃস্থ, অসহায় এবং সুবিধা বঞ্চিতদের জীবন মান উন্নয়নের অভিপ্রায়ে সকল স্তরের মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসকে একত্রিত করাই আমাদের লক্ষ্য।

এই পর্যন্ত প্রয়াস ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক বাংলাদেশের বিভিন্ন জেলায় পরিচালিত অথবা পরিকল্পিত ক্যাম্পেইন সমূহ হলো-

“এক বেলা আহার”- ঢাকার বিভিন্ন এলাকায়।
“প্রয়াস শিক্ষাবৃত্তি” – দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থী।
“সক্ষমতা প্রকল্প” – স্বাবলম্বী পরিবার।
“উপার্জন প্রকল্প” – আয়ের সংসার।
“প্রয়াস পাঠশালা” – বয়স্কদের শিক্ষা।
“প্রয়াস কমিউনিটি স্কুল”- নিম্নআয়ের সন্তানদের।
“মানব কল্যাণে কুরবানী”- সুবিধাবঞ্চিতের মাঝে
“প্রয়াস পাঠশালা” – বয়স্কদের শিক্ষা।
“প্রয়াস বনায়ন প্রকল্প”- সবুজের সন্ধানে।
” তৃতীয় চক্ষু”- ট্রান্সজেন্ডারদের নিয়ে।
‘ জাগো গো ভগিনী” – নারী উন্নয়ন প্রকল্প।
“জিনিয়াস”- স্পেশাল চাইল্ডদের জন্য।
” প্রবীণ মেলা “- বৃদ্ধ বৃদ্ধাদের জন্য।
জানা ও মানা” – সচেতনতা প্রকল্প।
ইত্যাদি প্রকল্পের ন্যায় এই রমযান মাসে ও তিনটি কার্যক্রম পরিচালনার মাধ্যেমে সমাজের দুস্থ , অসহায় রোযাদার মানুষ এবং তাদের পরিবারের পাশে থাকতে চাই।