সিঙ্গাইরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিনিধি:
মানিকগঞ্জের সিঙ্গাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ আগষ্ট) বিকেল উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ উপলক্ষে একটি র্যালিটি উপজেলা বিএনপি অফিসের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলার সামনে এসে শেষ হয়।
পরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম খানের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল হাসান গোলাপের সঞ্চালনায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মো. আলাউদ্দিন, উপজেলা সেচ্ছাসেব দলের যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম শফিক, সদস্য সচিব মাহবুবুর রহমান রিপন, চান্দহর ইউপি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুর রহমান আলাল, জামসা ইউপি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলমগীর হোসেন প্রমুখ।
এদিন পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক ফকির মহিদুর রহমান, উপজেলা যুব দলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মঞ্জুরুল ইসলাম, সদস্য সচিব মো. ইসমাইল হোসেনসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।